বাউফলে করোনা উপসর্গে মৃত্যু-২; নার্স-চিকিৎসকসহ শতাধিক ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে

বাউফলে করোনা উপসর্গে মৃত্যু-২;  নার্স-চিকিৎসকসহ শতাধিক ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে

সাইফুল ইসলাম, বাউফল  প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে আবদুস সাত্তার (৭০) ও আবদুল জলিল ফকির (৫৫) নামে দুইজন মারা গেছেন। তাদের মধ্যে আবদুস সাত্তারে বাড়ি পৌর শহরের ৭ নং ওয়ার্ডের শান্তিবাগ। তিনি রবিবার সকালে জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে বাউফল হাসপাতালে আসার অল্প সময় পর মারা যান। তার সংস্পর্শে এসেছেন এমন দুইজন চিকিৎসক ও দুইজন নার্সসহ শতাধিক ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেয়া হয়েছে।
অপরদিকে আবদুল জলিল ফকিরে বাড়ি কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে। শনিবার রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান। তিনি কয়েকদিন আগ থেকে জ্বর ঠান্ডা ও শ্বাস কষ্টে ভুগছিলেণ। তার এক ছেলে ৮-১০দিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি আসেন। তিনি চলে যাওার পরই জলিল ফকিরের মধ্যে করোনা উপসর্গ দেখা দেয়। তার স্ত্রী মনোয়ারা বেগমের দাবি, তার স্বামী লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তার স্বামীর শরীরে জ্বর ছিল।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রশান্ত কুমার সাহা বলেন, আমরা এ বিষয়টি অবহিত নই। তবে স্থানীয় স্বাস্থ্য কর্মীর মাধ্যমে খোজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।